কলকাতা মহানগরের সর্ববৃহত্তম কবরস্থান বাগমারি কবরস্থানের সামনে ট্রাফিক নিয়ে নানান অভিযোগ উঠছে।এখানে ট্রাফিক পুলিশের সিগনালিং দেওয়ার জন্য একটি বিট ( উল্টোডাঙ্গা এল ৩৫ নং) থাকলেও কোন পুলিশকর্মী কে দেখা যায়না।আবার ডাবল লেন রাস্তায় একদিকে সবুজ থাকলে, অন্যদিকে লাল থাকে।যারফলে রাস্তা পারাপারে প্রাণ হাতে নিয়ে থাকতে হয় পথচারীদের।কবরস্থান সংলগ্ন একটি পেট্রোল পাম্পে গাড়ী ঢোকা এবং বাহির হওয়া নিয়েও দুর্ঘটনা প্রবণ থাকে রাস্তাটি।এছাড়া মানিকতলা ইএসআই হাসপাতাল রয়েছে।বাগমারি কবরস্থানে বছরের প্রতিটি দিনই অসংখ্য মানুষ আসেন দাফনকাজ / কোন অনুষ্ঠানে। দুর্ঘটনা লেগেই রয়েছে এই ব্যস্ততম সড়কমোড়ে।এই রাস্তার দুধারে থাকা ব্যবসায়ীরা জানিয়েছেন - এখানে ট্রাফিকপুলিশ থাকলে দুর্ঘটনা কমে।প্রায়শ এখানে বেপরোয়া মোটরবাইক আরোহীদের দেখা যায়।লাল সিগন্যাল থাকলেও অত্যন্ত দ্রুত গতিতে ছোটে তারা।নিশ্চিন্তে রাস্তা পারাপার দায় এখানে।
বুধবার, মার্চ ২৮, ২০১৮
বেপরোয়া মোটরবাইক আরোহীদের দৌরাত্ম্য বাগমারি কবরস্থান মোড়ে
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...