রত্নেশ্বর রায় (৫৫)। পুর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ছিলেন। উন্নয়ন ছাড়াও তিনি আরো কয়েকটি দপ্তরের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে বর্ধমানে আসেন পঞ্চায়েত ও শিক্ষা দপ্তরের অতিরিক্ত জেলাশাসক হিসাবে। মৃত্যুকালে রেখে গেলেন বৃদ্ধা মা, স্ত্রী এবং এক সন্তানকে। আচমকাই তিনি প্রায় ১৫ দিন আগে ফুসফুসের সংক্রমণ জনিত রোগে আক্রান্ত হন। এরপর বর্ধমান হাসপাতাল, পরে দুর্গাপুর মিশন এবং শেষে তাকে কোলকাতায় নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হল না। আজ সকালে তিনি পরলোকগমন করেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনের সমস্ত দপ্তরে। আজই তার মৃতদেহ নদীয়ার চাকদহে নিয়ে যাওয়া হয়।প্রশাসনিক মহলে খুব ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন।পুলিশ অফিসার সঞ্জয় কুন্ডু বলেন - উনার সাথে কাজ করার সুযোগ মিলেছিল, আত্মীয়র মত মিশতেন।হঠাৎ চলে গেলেন, তাতে মানসিক আঘাত পেয়েছি।