সাধন মন্ডল
বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের নব নির্মিত গেটের শুভ উদ্বোধন করলেন মাননীয়া বিধায়ক শম্পা দরিপা।ওনার বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে ৭ লক্ষ টাকা খরচ করে মাচানতলার মোড়ে এই সুসজ্জিত এই গেট টি আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও আপামর জনসাধারণ এর ব্যবহারের জন্য খুলে দেওয়া হল।