সঞ্জয় হালদার
'কবি ভবতোষ শতপথি স্মৃতিরক্ষা কমিটি'র উদ্যোগে জনপ্রিয় কুড়মালি ভাষার কবি ভবতোষ শতপথির শক্তিশালী লেখনীকে বাঁচিয়ে রাখতে "ভবতোষ রচনা সমগ্র-১ম খন্ড" প্রকাশ হল রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের বলাকা মঞ্চে। বইটির উদ্বোধন করেন কবি সৃজন সেন। স্মারক বক্তৃতা দেন অধ্যাপক ও বিশিষ্ট প্রাবন্ধিক সুস্নাত জানা।