তথ্য - শ্যামল রায়
ছবি - আলেক সেখ
কালনা শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের একাংশের উদ্যোগে রবিবার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল সংগঠিত হয় | শহরের জবাড়িপাড়া মাঠে জমায়েত হওয়ার পর মিছিল শুরু হয়ে কালনা শহর পরিক্রমার পর জবাড়িপাড়াতেই শেষ হয় | এই সম্প্রীতি মিছিলে অংশগ্রহণ করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ | ছিলেন সরকারি ও পৌরসভার কর্মচারী, দোকানদার, ব্যবসায়ী, কবি, সাংবাদিক | মিছিল থেকে শ্লোগান ওঠে--বাংলায় দাঙ্গাবাজদের স্থান নেই, দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়ব আমরা এক সাথে, দাঙ্গা কবলিত এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পুনঃ পরীক্ষার ব্যবস্থা করতে হবে | আসানসোল, রানীগঞ্জ সহ বিভিন্ন দাঙ্গা পীড়িত এলাকায় দোষীদের শাস্তি দিতে হবে।