বুধবার, এপ্রিল ১৮, ২০১৮

ভুয়ো শংসাপত্র ব্যবহার করার অভিযোগ ময়নাগুড়ির প্রার্থীর বিরুদ্ধে

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি 

এবার ভুয়ো শংসাপত্র ব্যবহার করার অভিযোগ উঠলো ময়নাগুড়ির উমা সরকারের  বিরুদ্ধে।
গত ২রা এপ্রিল থেকে শুরু হয়েছিলো মনোনয়ন পত্র জমা,এপ্রিলের ৩ তারিখ তপশালি ভুক্ত হওয়ার শংসাপত্র পেয়েছিলো উমা সরকার।
উল্লেক্ষ্য উমা সরকার ময়নাগুড়ি ৪নং আসনে জেলাপরিষদেএ প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেন শংসাপত্র বের হবার পর।এই আসনটি আগে সাধারন প্রার্থী এর জন্য সংরক্ষণ থাকলেও এবার এটা তপশিলি জাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষীত।ভুয়ো শংসাপত্র বিষয়টি নিয়ে গত ৫তারিখ ময়নাগুড়ি বিডিও এর কাছে একটি অভিযোগ জমা পড়ে।এরপর ১৩ই এপ্রিল ময়নাগুড়ি টেকাটুলি নিবাসি সৈলেন রায় আর টি আই করেন।এ দিন (মঙ্গলবার)ময়নাগুড়ি বিডিও মারফত সৈলেন রায় কে প্রশাসনিক ভাবে সমস্ত নথি দেওয়া হয়।অভিযোগ কারির বক্তব্য উমা সরকার তপশিলি জাতিভুক্ত নন তিনি সাধারন জাতীভুক্ত।তিনি যে সব স্কুল, কলেজে পরেছেন সে খান থেকে নথি সংগ্রহ করা হয়েছে,তার পরিবারের কেউ তপশিলি জাতিভুক্ত নয় তা অভিযোগ কারির দাবি।টেকাটুলি নিবাসি কেপিপি পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য সুকুমার রায় বলেন বিডিও অফিস থেকে যে নথিগুলি আমরা পেয়েছি তা থেকে স্পষ্টত উমা সরকার তপশিলি জাতিভুক্ত না।আমরা এর সুবিচার চাই।
ময়নাগুড়ি বিডিও শ্রেয়সী ঘোষ বলেন প্রাথমিক তদন্ত করে যা বোঝা যাচ্ছে  উমা সরকার তপশিলি জাতিভুক্ত নন।অপরদিকে উমা সরকার বলেন আমার শংসাপত্র ভুয়ো নন।আমরা নমশূদ্র তাই বের করেছি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER