অভিজিৎ দাঁ
মঙ্গলকোটের ক্ষীরগ্রামের বাসিন্দা অচিন্ত কোঁয়ার (48) পারিবারিক অশান্তি জেরে আত্মঘাতী হলেন। গত কাল অচিন্তবাবুর বাড়িতে কেউ ছিলনা সে সুযোগেই আত্মঘাতি। ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতি। বিকেলের দিকে পাশের বাড়ির এক প্রতিবেশি সন্দেহবসত অচিন্তবাবুর বাড়ি গিয়ে জানালা দিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান। গ্রামবাসিদের দাবি পারিবারিক অশান্তির জন্য এই আত্মঘাতী।