শনিবার, এপ্রিল ১৪, ২০১৮

ভাস্কর তুমি নেই, এটা এখনও বিশ্বাস করতে পারছিনা

মোল্লা জসিমউদ্দিন

ভাস্কর তুমি নেই, এটা এখনও বিশ্বাস করতে পারছিনা।কিন্তু এটাই বাস্তব যে, তুমি গতকাল রাতে মারা গিয়েছো।মুর্শিদাবাদের সালার থানার নবগ্রামে তোমার বাড়ীর কাছাকাছি দেহ মিলেছে।কেউ বলছে গাছের ডালে তোমার ঝুলন্ত দেহ ছিল, আবার কেউ বলছে নির্জন জায়গায় তোমার খবর লেখা ব্যাগের উপর মাথা দেওয়া শায়িত ছিল তোমার দেহ।পাশে ছিল তৃনমূলের তেরঙ্গা। সম্ভবত ফাস দিয়ে খুন করার জন্য।এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।তবে স্থানীয় পুলিশ দিয়ে তোমার মৃত্যু রহস্য কোনদিন উন্মোচন হবেনা।সেটা আমরা জানি।কেননা গত দিন দশ - পনেরো দিন ধরে তুমি যেভাবে পঞ্চায়েত ভোটের মনোনয়ন সন্ত্রাস নিয়ে খবর পরিবেশন করেছিল।তাতে পুলিশের এবং তৃনমূলের বড় অংশ খুবই ক্ষুব্ধ।এটা কথার কথা নয়।গত ২ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত আমাদের চারটি পোর্টাল নিউজ ( বাংলার খবরাখবর, মঙ্গলকোট ব্লগস্পট,কেএসপিসি, মঙ্গলকোট ডটকম)  গুলিতে তোমার পাঠানো খবরগুলি পর্যালোচনা করলেই  বোঝা যাবে।আজ তুমি নেই, তোমার সাথে আমার সম্পক ছিল গত আট থেকে নয়মাস ধরে।তাতে তুমি  নিয়মিতভাবে খবর পাঠাতে।তূমি নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে গেছে।আজ নিরপেক্ষতাই তোমার অকাল প্রয়াণ এনে দিল, এটা আমার ব্যক্তিগত মত।সাংবাদিকরা আত্মহননের পথ বেছে নেয়না, বরঞ্চ অন্যদের উৎসাহিত করে ভালোভাবে বাচতে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER