সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি
শুক্রবার ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার একটি বাড়িতে একটি দাঁড়াশ সাঁপ কোনভাবে ঢুকে পড়ে।বাড়ির কর্তা উৎপল রক্ষীত যিনি ময়নাগুড়ি হাইস্কুলের শিক্ষক তিনি বলেন আমি স্কুলেই ছিলাম তখন বাড়ির থেকে ফোন করা হয় সাঁপ ঢুকেছে ঘরে,আমি তখন পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার কে খবর দেই।বাড়িতে এসে দেখি আমার স্ত্রী ভয়ে একটি ঘরে বিছানায় বসে রয়েছেন।পাড়াপ্রতিবেশীরা এসেছেন।বাড়ির চারিদিকে ও ঘরে কার্বোলিক অ্যাসিড দেওয়া হয়।কিছুক্ষন পর উৎপল বাবুর বাড়িতে নন্দু কুমার আসেন ও সাঁপ টিকে উদ্ধার করেন।নন্দু বাবু বলেন এটি একটি দাঁড়াশ সাঁপ।এ সাঁপের বিষ নেই।এরপর নন্দু বাবু সাঁপ টিকে একটি বস্তায় ভরেন।সাঁপ টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।