মোল্লা জসিমউদ্দিন
রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ চাইছে মঙ্গলকোট এলাকার বড় অংশ।দলের বিপক্ষ গোষ্ঠী নয়, বিধায়কের অনুগামীরাই এই দাবিতে সরব।পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক দিতে না পারায় এই ক্ষোভ চরমে।মঙ্গলকোটে প্রায় দুবছর বিধায়ক কে সামনে রেখে যেসব তৃনমূল কর্মী প্রাণ হাতে বিধায়ক কে 'অক্সিজেন' দিয়ে ছিলেন।তাদের যুক্তি - বিধায়কের জন্য আমাদের শতাধিক কর্মী সমর্থক মিথ্যা মামলায় জড়িয়েছে, মার খেয়েছে।পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ না পেলে আমাদের কে এলাকাছাড়া হতে হবে।মন্ত্রী শুধু পাইলট কনভয় চেপে, এসি অফিসে থেকে আমাদের 'টুপি' পড়িয়ে আসছেন। কার্যক্ষেত্রে উনি কোন কাজে নেই, আসলে উনি ক্ষমতালোভী।তাই মন্ত্রিত্ব থেকে উনার পদত্যাগ চাইছি।এই দাবি মঙ্গলকোটের বিধায়ক অনুগামীদের বড় অংশের।