সেখ সামসুদ্দিন
পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার আমড়া মোড় এলাকায় ২নং জাতীয় সড়কে সাতসকালে একটি স্কুল বাসকে বাঁচাতে গিয়ে একটি কয়লা বোঝাই দশ চাকার ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা খাঁড়গ্ৰাম বর্ধমান রুটের বাসের পিছনে ধাক্কা মেরে রাস্তায় উল্টে যায়। আবার বেসরকারি বাসটি ধাক্কা খেয়ে সামনে থাকা একটি চারচাকা প্রাইভেট কারে ও একটি মোটর সাইকেলে ধাক্কা মারে। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুততার সাথে শক্তিগড় থানার পুলিশ এসে আহত জনা দশেক বাসযাত্রীকে উদ্ধার করে বর্ধমান অনাময় হাসপাতালে পাঠিয়ে দেয়। ক্রেন দিয়ে গাড়ি গুলিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে যানচলাচল স্বাভাবিক করে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন দুর্ঘটনা প্রবণ এই এলাকায় পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা না থাকায় নিত্য দুর্ঘটনা ঘটে চলেছে।