ওয়াসিম বারি
আগুনে পুড়ে ছাই বাড়ি দোকান, পুড়ে মৃত ১, ঘটনা স্থলে দমকলের ইঞ্জিন।ভোর রাতে হটাৎ আগুন বাড়িতে মৃত এক আশঙ্কাজনক দুই। ঘটনাটি বাগদা থানার আশারু গ্রাম পঞ্চায়েতের আমডোব এলাকার। স্থানীয় সুত্রে জানা গেছে টিনের বাড়ি বাড়িতে দোকান ছিল দোকানে পেট্রল ডিজেল বিক্রি করতো বলে জানা গেছে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে সন্দেহ দানা বাধে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও বাগদা থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানা গেছে ভোর পাঁচটা নাগাদ হটাৎ আগুন দেখতে পায় এলাকার লোকজন সাথে সাথে দমকল-বাহিনী খবর দেওয়া হয়। দমকল ও গ্রামবাসী দের চেষ্টায় উদ্ধার করা হয় তারক সরকার তার স্ত্রী স্নেহা সরকার কে আশঙ্কাজনক অবস্থায় এবং নাতনি মেঘা সরকার ১৯ কে মৃত অবস্থায় উদ্ধার করে। দুজন বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল । দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বাস্ট করে এই দুর্ঘটনা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।