সোমবার, এপ্রিল ০৯, ২০১৮

ভোট মিটলেই আরও আলোকিত হবে মঙ্গলকোট

পারিজাত মোল্লা

ক্রমাগত লোডশেডিং এবং লো ভোল্টেজ সমস্যা মিটতে চলেছে সদর মঙ্গলকোট এলাকায়।সেইসাথে দুই থেকে তিনটি অঞ্চলে বিদ্যুৎ পরিষেবার মান বাড়তে চলেছে।তবে পঞ্চায়েত ভোট না মিটলে এই সাব স্টেশন প্রকল্প চালু হচ্ছেনা।প্রায় সব কাজ হয়ে গেছে।মঙ্গলকোটের সদর শহর নুতনহাটে জেলাপরিষদের জায়গায় ৩৩/১১ কেভি বিদ্যুৎ স্টেশনটি হয়েছে। ভবন, পাওয়ার গ্রিড সবই হয়েছে।সেইসাথে ৩৩ হাজার ভোল্টেজের তার ঢুকেছে এখানে।যেটা ১১ হাজার ভোল্টেজে রুপান্তরিত হয়ে পৌছে যাবে গ্রামে গ্রামে।কমপক্ষে কুড়ি থেকে বাইশ টি গ্রাম সহ নুতনহাট শহরবাসী এই পরিষেবা পাবে।একটু ঝড়জল হলেই বিদ্যুৎ চলে যায়।গোটা ব্লকে সামগ্রিকভাবে মেরামতির কাজ শেষ হলে, তবেই বিদ্যুৎ আসে এখানে।আর সেটা হবেনা বলে মনে করছে এলাকাবাসী। বাদশাহি সড়কের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের তার এসেছে খুব নিচু ভাবে।সেখানে বাসের ছাদে কেউ দাড়ালে বিদ্যুতপৃস্ট হয়ে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।তাই খোলা অবস্থায় থাকা তারগুলিতে গার্ড লাগাবার দাবিও উঠেছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER