পারিজাত মোল্লা
ক্রমাগত লোডশেডিং এবং লো ভোল্টেজ সমস্যা মিটতে চলেছে সদর মঙ্গলকোট এলাকায়।সেইসাথে দুই থেকে তিনটি অঞ্চলে বিদ্যুৎ পরিষেবার মান বাড়তে চলেছে।তবে পঞ্চায়েত ভোট না মিটলে এই সাব স্টেশন প্রকল্প চালু হচ্ছেনা।প্রায় সব কাজ হয়ে গেছে।মঙ্গলকোটের সদর শহর নুতনহাটে জেলাপরিষদের জায়গায় ৩৩/১১ কেভি বিদ্যুৎ স্টেশনটি হয়েছে। ভবন, পাওয়ার গ্রিড সবই হয়েছে।সেইসাথে ৩৩ হাজার ভোল্টেজের তার ঢুকেছে এখানে।যেটা ১১ হাজার ভোল্টেজে রুপান্তরিত হয়ে পৌছে যাবে গ্রামে গ্রামে।কমপক্ষে কুড়ি থেকে বাইশ টি গ্রাম সহ নুতনহাট শহরবাসী এই পরিষেবা পাবে।একটু ঝড়জল হলেই বিদ্যুৎ চলে যায়।গোটা ব্লকে সামগ্রিকভাবে মেরামতির কাজ শেষ হলে, তবেই বিদ্যুৎ আসে এখানে।আর সেটা হবেনা বলে মনে করছে এলাকাবাসী। বাদশাহি সড়কের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের তার এসেছে খুব নিচু ভাবে।সেখানে বাসের ছাদে কেউ দাড়ালে বিদ্যুতপৃস্ট হয়ে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।তাই খোলা অবস্থায় থাকা তারগুলিতে গার্ড লাগাবার দাবিও উঠেছে।