মোহন সিং
আসানসোলের শপিং মল গুলিতে দুর্যোগ মোকাবিলা করতে মক ড্রিল করানো হল পুলিশের পক্ষ থেকে। কিভাবে আগুন লাগলে তা থেকে বাঁচতে হবে। অযথা হুটোপুটি না করে, গুজব না ছড়িয়ে কিভাবে পরিস্থিতির সাথে মোকাবিলা করা যাবে, তা নিয়েও জনসাধারণকে বোঝানো হয়। তবে শুধু শপিং মল নয়, স্কুলে ও বিভিন্ন এলাকায় এই ট্রেনিং দেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়।