সোমবার, এপ্রিল ৩০, ২০১৮

নবদ্বীপে ট্রেনের বলি যুবক


শ্যামল রায়

সোমবার সকাল সাড়ে নটা নাগাদ ডাউন ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে‌‌। কাটোয়া জিআরপি সূত্রে জানা গিয়েছে যে মৃত যুবকের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।ঘটনাটি ঘটেছে নবদ্বীপ শহরের বেদড়াপাড়া  রেলগেটের কাছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে ঐ যুবকটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এই এলাকা দিয়েই ঘোরাফেরা করত ওই যুবককে।
এদিন সকাল বেলা ও রেলগেট এই ঘুরতে দেখা গেছে। কাটোয়া ব্যান্ডেল down লোকাল ট্রেনটি দ্রুতগতিতে ছুটে আশায় যুবকটি রেললাইন পার হতে গিয়ে ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ওই যুবক। মাথায় প্রচন্ড আঘাত এর কারণেই মৃত্যু হয় ওই যুবকের।তবে কাটোয়ার জিআর পি  সূত্রে জানা গিয়েছে যে যুবকের পরিচয় জানতে সমস্ত এলাকায় বার্তা পাঠানো হয়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER