সুদিন মন্ডল
ভাতার ব্লক অফিসে কড়া পুলিশ পাহারায় নির্বিঘ্নে চলছে ভোটের নমিনেশন ফর্ম তোলা ও জমা দেওয়ার কাজ। এখনও পর্যন্ত 33 টি গ্রাম পঞ্চায়েত আসনের ও 3 টি পঞ্চায়েত সমিতির আসনের নমিনেশন জমা পড়েছে বলে ব্লক সূত্রে জানা গেছে ! যার মধ্যে তৃণমূল 1টি, বামফ্রন্ট 18 টি, বিজেপি 13 টি ও নির্দল 1টি পঞ্চায়েত আসনের জন্য মনোনয়ন পেশ করেছে।অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে বামফ্রন্ট 2 ও বিজেপি 1টি আসনে মনোনয়ন জমা করেছে।