ওয়াসিম বারি
বনগাঁর গোবরাপুর বেদিয়াপোতা এলাকায় নিজের বাড়িতেই পাখার সঙ্গে গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা দ্বাদশ শ্রেনীর এক ছাত্রের ।আজ সকালের ঘটনা ।মৃত কিশোরের নাম সন্তু রায় (১৭) । সন্তু বনগাঁর চাঁদা ললিত মোহন উচ্চ বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র । মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে বনগাঁর চাঁদা রায়পুর এলাকার বাসিন্দা একাদশ শ্রেনীর পড়ুয়া ছাত্রী সাথী মন্ডলের সঙ্গে সন্তুর প্রেমের সম্পর্ক ছিল ।সম্প্রতি সাথী সন্তুকে বিয়ে করার জন্য ক্রমাগত চাপ দিয়ে আসছিল , যা নিয়ে সন্তু তার পরিবারকে জানালে তারা জানায় বিয়ের বয়স হয়নি তাই এখন বিয়ে দেওয়া সম্ভব নয় । মনে করা হচ্ছে একদিকে এখন বিয়ে না করলে সাথীকে হারাতে হবে অন্যদিকে পরীক্ষার চাপ ।এই দুইয়ের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যর পথ বেছে নেয় সন্তু বলে সন্তুর পরিবারের লোকেরা।আজ সকাল ৭টা নাগাদ সন্তুর ঘরেই তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা , খবর দেওয়া হয় বনগাঁ থানায় ।পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ।