সুকান্ত ঘোষ
মঙ্গলকোটের নুতনহাটে চালুর মুখে একটি বিদ্যুৎ সাব স্টেশন। এই সাব স্টেশনে ঢুকবার মুখে (হাইস্কুল মোড় থেকে হাসপাতাল) তেত্রিশ হাজার বিদ্যুৎবাহী তার রয়েছে বাদশাহি রাস্তায়।অসংখ্য গাড়ী যাতায়াত করে এই সড়করুটে।তাই ওই তার টি খোলা অবস্থায় থাকাতে দুর্ঘটনা ঘটতে পারে।দ্রুত তারের গার্ড লাগাবার দাবি উঠেছে।