শ্যামল রায়
স্বামীর সঙ্গে বচসার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক বধু। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বধুর নাম সুভদ্রা মন্ডল বয়স ৪৬ বাড়ি পূর্বস্থলী থানার অন্তর্গত লক্ষ্মীপুর আটপাড়া গ্রামে।আরও জানা গিয়েছে যে রবিবার রাতে অমর লাল মণ্ডলের সঙ্গে বাড়িতে পেঁপে গাছ কাটা নিয়ে অশান্তিবাঁধে। অশান্তির জেরে স্বামী ওমর লাল মন্ডল বাড়ির সমস্ত পেঁপে গাছ কেটে দেয়।পেঁপে গাছ কেটে দেওয়ায় অভিমানে কীটনাশক হয় ওই বধু। রবিবার রাতেই অসুস্থ বধুকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।রবিবার রাতেই মারা যান ওই মহিলা।
সোমবার মৃতদেহটি নদীয়া জেলার কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে।
এই মৃত্যুকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।