সোমবার, এপ্রিল ০২, ২০১৮

পূর্বস্থলীর দামোদরপাড়ায় সেবামূলক অনুষ্ঠান


শ্যামল রায়

গত রবিবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বগপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দামোদর পাড়ায় সূর্য সংঘের পরিচালনায় দু'দিনব্যাপী বিবিধ সেবামূলক অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলোং
প্রথম দিনের অনুষ্ঠান ছিল সকালবেলা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কবি সম্মেলন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কবি সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথিরা ছিলেন । রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক  দেবাশীষ নাগ প্রদীপ প্রজ্জলন করে কবি সম্মেলনের উদ্বোধন করেন।। এছাড়াও অতিথিবর্গ ছিলেন মুরারী মোহন চক্রবর্তী তারকেশ্বর চট্টরাজ দীপ্তি কুমার বন্দ্যোপাধ্যায় অশোক বিশ্বাস শ্যামল রায় দীপংকর চক্রবর্তী স্বপন চক্রবর্ত্তী জয়দেব দেবনাথ সহ অনেকে। কবি সম্মেলনের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গুপি মহন পরিচালনায় দামধরপাড়া অনাথ আশ্রমের শিশুরা।
এছাড়াও নৃত্য পরিবেশন করেন অলিভিয়া চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে কবিতা পড়েন 30 জন।
 উল্লেখযোগ্য কবিদের তালিকায় ছিলেন তপন বৈরাগ্য শ্যামল রায় স্বপন চক্রবর্ত্তী দীপংকর চক্রবর্তী অসত্য পল্লব চট্টোপাধ্যায় মনি মল্লিকরমা দেবনাথ নিমাই দেবনাথ বাবলু হাজরা অর্জুন দেবনাথ সুশান্ত মিত্র জয়দেব দেবনাথ প্রমূখ। সূর্য সংঘের সভাপতি অজয় ঘোষ সম্পাদক গোপীমোহন গঙ্গোপাধ্যায় উপস্থিত সকল বন্ধুদের অভিনন্দন জানান।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন তপন বৈরাগ্য ও স্বপন চক্রবর্ত্তী।
এই বাৎসরিক অনুষ্ঠানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং সেইসঙ্গে রক্তদাতাদের ও পুরস্কৃত করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়াও কালনা মহাকুমা হাসপাতাল ও চাঁদপুর গ্রামীণ হাসপাতালে বিনামূল্যে সাধারণ চিকিৎসা রক্ত পরীক্ষা হয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER