মঙ্গলবার, মে ১৫, ২০১৮

কুলতলিতে তৃণমূল কর্মী খুন

 উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়

গতকাল সকালে ভোটের বলি হলো এক যুবক কুলতলিতে।কুলতলির মেরীগঞ্জ১নং গ্রাম পঞ্চায়েতের বালির চক বাজারের ৯ ও ১০নং বুথের ভোট চলাকালীন গুলি করা হয় আরিফ হোসেন গাজী(৩৫)নামে এক তৃনমূল কর্মীকে।তিনি গুলিবিদ্ধ হন।তার বুকে গুলি লাগে।এসইউসিআই ও সিপিআইএমের উপর  অভিযোগ।আরিফকে মহিসমারি প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে ওখান থেকে ফিরিয়ে দেওয়া হয়।তখন জয়নগরের পদ্মেরহাট হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকেরা।আরিফের ভাই আসিফ বলেন,দাদা তৃনমূল করে।ভোট দিয়ে বের হবার পথে এসইউসির লোকেরা দাদার বুকে গুলি করে।তাতেই দাদা মারা গেছে।তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন এসইউসির জেলা সম্পাদক দেবপ্রসাদ সরকার।তারা ওখানে পুনভোট দাবী করেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER