সোমবার, মে ০৭, ২০১৮

স্বরুপনগর - বাদুড়িয়ার ইটভাঁটা শ্রমিকদের কর্মবিরতি চলছে

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরূপনগর-বাদুড়িয়া থানার মধ্য অংশে রামচন্দ্রপুর খাসপুর এলাকায় গত ১৬ই এপ্রিল থেকে এলাকার ১৬ টি ইটভাটা অনিদৃষ্টকালের জন্য শ্রমিকদের কর্ম-বিরতী চলছে।শ্রমিক দের নায্য মজুরী আদায়ের জন্য-এই কর্ম বিরতী বলে জানান শ্রমিক সংগঠন (সিটু)র সম্পাদক শংকর কুমার ঘোষ।চলতি মৌসুমে অগ্রীম কোন নোটিশ ছাড়াই শ্রমিক দের এই কর্ম বিরতীতে কয়েক কোটি টাকা লোকসান হয়েছে বলে দাবী করেন উঃ ২৪ পরগনা ইটভাটা মালিক সমিতির সভাপতি উদয় চন্দ্র মন্ডল।তিনি জানান শ্রমিকরা কর্ম বিরতী না করে কাজের পরিবেশ ঠিক রেখে আলোচনার মাধ্যমে মজুরী ঠিক করা যেত।এখন ইট তৈরীর সময় চলছে। দুই দিন বাদে বর্ষার মৌসুম শুরু হলে এই কাজ ব্যাহত হবে।যার ফলে কাজের সময় শ্রমিকরা কর্ম বিরতী করে মালিক দের ব্যাপকভাবে লোকসানের দিকে ঠেলে দিয়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER