পুলকেশ ভট্টাচার্য
আজ তোড়কনা জগবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে এলাকায় সাহসিকতার সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের সংবাদ তুলে ধরার জন্য 'কৃষকসেতু' পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার সাহা ও 'পল্লীদামোদর' পত্রিকার সম্পাদক প্রদীপ কুমার মণ্ডল কে সম্বার্ধনা দেওয়া হল। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোড়কনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করা হল। উদ্বোধনী সঙ্গীত ও মাল্য দানের অনুষ্ঠানে সূচনা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার সাংবাদিক দের সম্বর্ধনা দেওয়া হয়। সাথে সাথে এলাকার নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য শিক্ষক বিশ্বনাথ রায় কে সম্বার্ধনা দেওয়া হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক তপন চক্রবর্তী সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা।