রবিবার, মে ২০, ২০১৮

পঞ্চায়েতে বিজেপির জয়ী প্রতিনিধিরা যেমন যাচ্ছেন শাসকশিবিরে, উল্টোটাও ঘটতে পারে

সুকান্ত ঘোষ

পঞ্চায়েত ভোটে বিজেপির একাংশ  জয়ী প্রার্থীরা রাজ্যের উন্নয়নকাজ করতে তৃনমূল কংগ্রেসে যোগদান করে চলেছেন।তবে তৃনমূল ছেড়ে জনপ্রতিনিধিরা বিজেপি মুখো হয়নি।এটা সাময়িক অধ্যায়।আসল দলবদলের খেলা শুরু হবে লোকসভার ভোটের মাসখানেক পূর্বে।যেভাবে রাজশক্তি কে পূর্ণ ব্যবহার করে শাসকদল ভোটে বিরোধীশূন্য করতে নেমেছিল।তাতে অনেক তৃনমূল নেতা - কর্মী বুঝে গেছেন যে, পুলিশ না থাকলে এই ঐতিহাসিক জয় আসতো না।তাই জঙ্গলমহল সহ বেশকিছু জেলায় যে জয় বিজেপি এনেছে।তাতে পরিবর্তনের পরিবর্তন শুরু হয়ে গেছে বলে অনেকেই মানছেন। তাই এইসব নেতা - কর্মী সর্বোপরি জনপ্রতিনিধিরা তলে তলে একদা তৃনমূলের মুকুল দার সাথে যোগাযোগ বাড়াচ্ছেন বলে প্রকাশ।তাই পঞ্চায়েত ভোটে বিজয়ী তৃনমূলদের একাংশ মাস খানেক পরে কি করেন?  তা নিয়েও সিঁদুরে মেঘ দেখছে শীর্ষ তৃনমূল নেতৃত্ব।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER