সৈয়দ রেজওয়ানুল হাবিব
সিরাতের বারাকপুর চাপুড়িয়া ইউনিট কমিটি আয়োজিত রেহনা বিবি এতিমখানা ও মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ইফতার মজলিস , আলোচনা সভা।আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সিরাতের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিকখান বলেন-মুসলিম মিল্লাতের জন্য রমজান হলো বড় একটা নিয়ামত। রমজান আত্নশুদ্ধিও সংযমের মাস।এই মাসে রোজা ও ইফতার এর মধ্য দিয়ে একে অপরের মধ্যে মিলন ও মহবতের শিকড় মজবুত হয়, তাই এর গুরত্ব অপরিসীম।তিনিএই ইউনিট এর কাজের তালিকা দেখে ভূষসী প্রশংসা করেন।