শ্যামল রায়
মঙ্গলবার সাড়ে দশটার সময় বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে মৃত বৃদ্ধের নাম বীরেন্দ্রনাথ দাস।বয়স-৭০। বাড়ি পূর্বস্থলী থানার বিশ্বরম্ভা গ্রামে। প্রতিবেশী যুবক বিজয় দাস জানিয়েছেন যে এদিন বাড়ি থেকে বেরিয়ে ওই বৃদ্ধ বাজারের দিকে আসছিলেন। কোন এক বাইকের ধাক্কায় মারাত্মকভাবে জখম হন ওই বৃদ্ধ। রাস্তার ধারে আহত অবস্থায় পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারা দেখামাত্রই ওই বৃদ্ধাকে দ্রুত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। বাইকের হদিস পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহটি এদিন শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয়।