সোমনাথ চক্রবর্তী
শনিবার ময়নাগুড়ি ২নং ব্লকের মাধবডাঙ্গা এলাকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে ১৬/১২৬ ব্যাধ পাড়া বুথের পঞ্চায়েত প্রার্থী অনিমা রায়,পঞ্চায়েত সমিতি প্রার্থী শিবম রায় বসুনিয়া এবং জেলাপরিষদ প্রার্থী গোবিন্দ রায় তাদের নির্বাচনী প্রচার করলেন।এদিন দলীয় সমর্থকদের মুখে মমতা ব্যনার্জীর মুখোশ পড়ে প্রচারে সামিল হন।এলাকার পঞ্চায়েত সমিতি প্রার্থী শিবম রায় বসুনিয়া বলেন আমরা ১০০%নিশিত জিতবই।বিগত দিনে এই এলাকায় ব্যপক উন্নতি হয়েছে।এবারে জিতে আরো এলাকার উন্নতি করবো বলে জানান তিনি।তিনি আরো বলেন চারিদিকে মমতাব্যনার্জীর যে উন্নয়ন তারই নিরিখে মানুষ জোরা ফুল চিহ্নেই ভোট দেবে বলে জানান শিবম বাবু।