বুধবার, মে ২৩, ২০১৮

কালনা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগ সরলো স্পেশাল হাসপাতালের ভবনে


শ্যামল রায়

কালনা মহাকুমা হাসপাতালে  প্রতিদিন যেমন রোগীর চাপ বাড়ছে তেমনি স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটছে বলে দাবি হাসপাতাল সুপারের।
বুধবার হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বাড়ৈ জানিয়েছেন যে হাসপাতালে পুরনো বিল্ডিং থেকে সুপার স্পেশাল হাসপাতাল ভবনটিতে প্রসূতি বিভাগ সরানো হয়েছে। আর পুরনো প্রসূতি বিভাগে চালু করা হবে শিশু বিভাগ। সুপার স্পেশাল ভবনের  ৪ তলা বিল্ডিং এ প্রসূতি বিভাগটি চালু করা হলো। ভবনটিতে রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার। ফলে প্রসূতি বিভাগের জটিল কোনো অপারেশন অতি সহজেই এই বিল্ডিং এর মধ্যেই করা হবে তাই প্রসূতি বিভাগের রোগীদের সুবিধে হল।
তিনি আরও জানিয়েছেন যে আগামী দিন এই সুপার হসপিটালের চারতলা বিল্ডিং এর সমস্ত বিভাগ এনে চিকিৎসা পরিকাঠামোর উন্নতি ঘটানো হবে বলে তিনি জানিয়েছেন।
সুপার কৃষ্ণ চন্দ্র বাড়ৈ আরও জানিয়েছেন যে বর্তমানে রেফারের সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হয়েছে। যদিও কয়েকটি বিভাগের চিকিৎসকের অভাব আছে বটে তবে স্বাস্থ্য পরিষেবার আগের তুলনায় অনেকটাই ভালো। হাসপাতালে উন্নয়ন ঢেলে সাজানোর কাজ অনেক আগেই শুরু হয়েছে বহু কাজ শেষ হয়েছে আরও কাজ চলছে। হাসপাতালে রয়েছে ন্যায্যমূল্যের দোকান রয়েছে। রয়েছে ল্যাবরটরি ও ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংকে রক্ত সংকট নেই বলে তিনি এ দিন জানিয়েছেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER