বুধবার, মে ৩০, ২০১৮

বাসাপাড়ার পালিতপুর তেমাথা মোড়ে চলছে পুলিশের তোলাবাজি

পূর্ব বর্ধমান ও বীরভূম জেলা দুটির সংযোগস্থল অজয় নদের লোচনদাস সেতু সংলগ্ন পালিতপুর মোড়ে তোলাবাজি চালাচ্ছে নানুর থানার পুলিশ বলে অভিযোগ।তবে পুলিশ এক্ষেত্রে সরাসরি না করে জনৈক তাপস বাবু কে ডাকমমাস্টার রেখে এহেন কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চালাচ্ছে। মহম্মদবাজার - খয়রাশোল থেকে পাথর বোঝাই গাড়ী পিছু দুশো, এবং অজয় নদের বালির গাড়ী পিছু পাঁচশো,  ইটের গাড়ী পিছু দুশো টাকা করে চার থেকে পাঁচজন এই তোলাবাজিটি চালাচ্ছে পালিতপুর তেমাথা মোড়েই।প্রতিদিন এক লক্ষের বেশি কালেকশান হয় এখান থেকে বলে বিশস্ত সুত্রে জানা গেছে।৭ নং রাজ্যসড়ক হওয়ায় এই রুটে যানবাহন বেশি যাতায়াত করে থাকে।ফুটিসাকো, বোলপুর, খুজুটিপাড়া এবং পূর্ব বর্ধমানের কাটোয়া - গুশকরা - বর্ধমান - নিগন সর্বোপরি কলকাতা রুটে প্রতিনিয়ত গাড়ী চলাচল করে এই রুটটির উপর দিয়ে।পাথর,  বালি, ইট সহ গরু বোঝাই গাড়ীর সংখ্যায় বেশি।লোচনদাস সেতুর টোলট্যাক্স এর তথ্য অনুযায়ী প্রতিদিন কয়েকশো লরি, ডাম্পার, ট্রাক্টর যাতায়াত করে পালিতপুর মোড়ের উপর দিয়ে। গাড়ী পিছু দুশো থেকে পাঁচশো টাকা গড়ে নিলে দৈনিক হিসাবে এক লক্ষের বেশি অর্থ দাঁড়ায়।নানুর থানার পালিতপুর মোড়ে এই মোটা অংকের অর্থ যেমন পুলিশের প্রায় মহল অবধি যায়, ঠিক তেমনি শাসকদলের চুনোপুঁটি থেকে রাঘববোয়াল নেতাদের কাছে মাসের প্রথম সপ্তাহে পৌছে যায় বলে সুত্র মারফত জানা গেছে।যদিও পুলিশের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER