ওয়াসিম বারি
থানা ঘেরাও করে অবস্থান বিক্ষভ ও রাস্তা অবরোধ করল আইনজীবিরা , আইনজীবি নিগ্রহের ঘটনায় দোষিদের গ্রেপ্তারের দাবিতে এই ঘেরাও ও রাস্তা অবরোধ ৷
উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ঘটনা |
গত ২৩/০৪ তারিখে মহকুমা শাসকের অফিস চত্তরে দুস্কৃতিদের হাতে আক্রান্ত হন এক আইনজীবি ৷ সেই দুস্কৃতিদের গ্রেপ্তারের দাবিতে এই ঘেরাও ও রাস্তা অবরোধ ৷এই একই দাবিতে এর আগেও কয়েকবার রাস্তা অবরোধ ও এসডিও অফিস ঘেরাও হয় , কিন্তু দোষীরা গ্রেপ্তার না হওয়ায় আজ আবার থানা ঘেরাও ও রাস্তা অবরোধে সামিল হল আইনজীবিরা।