বুধবার, মে ৩০, ২০১৮

সালানপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল

নীলাদ্রি ঘোষ

সারা দেশে পেট্রল , ডিজেল সহ জ্বালানি তেলের ক্রম বর্ধমান দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃনমুল কংগ্রেস l এই ইস্যুকে সামনে রেখেই সমগ্র দেশ ও রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে l বাদ নেই রাজ্যের সীমান্তবর্তী জেলা পশ্চিম বর্ধমানেও l  অভিযোগ, দাম বৃদ্ধির ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোয়া l কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে ধিক্কার ও প্রতিবাদ কর্মসুচী পালন করল সালানপুর ব্লক তৃনমুল কংগ্রেস lএলাকায় মিছিল ও পথ সাভার মধ্যে দিয়ে এই ধিক্কার মিছিল ও কর্মসূচির নেতৃত্ব দেন সালানপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি শ্যামল মজুমদার , দলের ব্লক সভাপতি মহঃ আরমান l ব্লক মহিলা তৃনমুল কংগ্রেস সভানেত্রী যমুনা সমাদ্দার প্রমুখ l সভায় প্রত্যেক বক্তাই কেন্দ্রীয় সরকারের প্রতি কঠোর সমালোচনা করা হয় l

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER