শ্যামল রায়
পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই তার সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করলেন রাজ্য জেলার ভারতীয় জনতা পার্টির নেতারা।
এদিন জেলা পার্টির কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়লেন নেতারা।এই বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশ্লেষণ করেন রাজ্য নেতারা। জেলা নেতারা এবং রাজ্য নেতারা জানিয়েছেন যে শাসকদলের সন্ত্রাস নাহলে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করতে এ কথা সত্য।
এছাড়াও আগামীতে বর্ধমান পৌরসভা নির্বাচন এই নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে মিটিংয়ে। উপস্থিত ছিলেন রাজ্য নেতা সায়ন্তন বসু সুব্রত চট্টোপাধ্যায় জেলা সভাপতি সন্দ্বীপ নন্দী কমল কৃষ্ণ ভদ্র কৃষ্ণ ঘোষ সহ অনেকে।আগামী কিছুদিনের মধ্যেই পূর্ব বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ঢেলে সাজানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। একথাও আলোচনা হয়েছে যে মানুষ এখন ভারতীয় জনতা পার্টি কে চাইছে তাই আগামীতে জোটবদ্ধভাবে শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি সন্দীপ নদী।