সৈয়দ রেজওয়ানুল হাবিব
সৌহাদ্যের বার্তা নিয়ে এলো মাহে রমজান। তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এর প্রধান সংগীতা কর ইফতার পার্টিতে যোগদান করেন ৷ইফতার মজলিসে এসে সারাদিন রোজা পালনের পর এক রোজাদারের হাতে ইফতার তুলে দিলেন।এ যেন সাম্প্রদায়িকসম্প্রীতির মিলনক্ষেত্র৷ সাথে সাথে তিনি নিজেও ইফতার মজলিসেমহিলাদের সাথে নিয়ে`ইফতার পার্টি তে অংশ গ্রহন করলেন।