বুধবার, মে ৩০, ২০১৮

জেলাশাসক আসার পূর্বে উন্নয়নকাজ নিয়ে কালনায় বৈঠক


শ্যামল রায়

মঙ্গলবার উন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হলো কালনা ২ নম্বর ব্লকের অকালপৌষ গ্রাম পঞ্চায়েত অফিসে। এই বৈঠকে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া এপিও  সুদীপ কুন্ডু,গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান অতসী ঘোষ নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য তীর্থ প্রসাদ ঘোষ সুদীপ মন্ডল ও একশো দিনের কাজে সুপারভাইজার ও নবনির্বাচিত সদস্যরা।
জানা গিয়েছে যেএকশো দিনের কাজে পূর্ব বর্ধমান জেলার শ্রম দিবসে প্রথম হয়েছে অকালপৌষ গ্রাম পঞ্চায়েত। আগামী কয়েকদিনের মধ্যে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এই ব্লকে আসবেন এবং উন্নয়ন নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া।
আরও জানা গিয়েছে যে ইতিমধ্যে একশো দিনের কাজে অকালপৌষ গ্রাম পঞ্চায়েত ১১ কোটি ৭ লক্ষ ৪৪ হাজার টাকা খরচ করেছে গত পাঁচ বছরে। শ্রমজীবী দিবস তৈরি হয়েছে৫৬হাজার ৫শত ৭৫ দিন।এই পঞ্চায়েত এলাকায় ব্যাপক উন্নয়নমুখী কাজের অঙ্গ হিসাবে এলাকার মানুষের জন্য পর্যাপ্ত পানীয় জলের জন্য সাবমারসিবল ঢালাই রাস্তা প্রভৃতি কাজ হয়েছে।
ইতিমধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে নির্বাচনের পর থেকে অনেকেই যারা প্রার্থী হতে পারেননি বা টিকিট পাননি বলে উন্নয়ন স্তব্ধ হবার খবর ছড়িয়েছে তা সঠিক নয়।কালনা 2 নম্বর ব্লকের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই ধরনের বৈঠকে গুরুত্ব অপরিসীম বলে জানা গিয়েছে। জানা গিয়েছে‌।এই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির কার্যালয়ে উন্নয়ন অব্যাহত রয়েছে। কয়েকদিনের মধ্যেই জেলাশাসক বৈঠক করবেন পঞ্চায়েত নির্বাচনের পর এই ব্লকেই প্রথম। এই পঞ্চায়েত সমিতির অন্তর্গত রয়েছে আটটি গ্রাম পঞ্চায়েত। বৈধ পুর গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই রাজ্যের সেরা পঞ্চায়েতের স্বীকৃতি পেয়েছে। জেলা পরিষদের উন্নয়ন কমিটির বিদায়ী সদস্য প্রণব রায় জানিয়েছেন যে কালনা 2 নম্বর ব্লকে ব্যাপক উন্নয়নমুখী কাজ হচ্ছে সেই কাজে ধরা আরো গতিশীল করবার জন্যই এই ধরনের বৈঠকের প্রয়োজন আছে। নির্বাচনের পর বিদায়ী এবং নবনির্বাচিত সদস্য দের সাথে নিয়ে উন্নয়ন সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত এর গুরুত্ব অপরিসীম বলে তিনি মনে করেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER