শনিবার, মে ২৬, ২০১৮

পূর্বস্থলী ২ ব্লক হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান বাড়ছে


শ্যামল রায়

আগের তুলনায় এখন স্বাস্থ্য পরিষেবার অনেকটাই উন্নতি ঘটেছে পূর্বস্থলী ২ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। এমনটাই দাবি করেছেন  ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীরা।
শনিবার ওই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেল যে সকাল ৯টার মধ্যেই ল্যাবরটরি খুলে বসে গিয়েছেন টেকনিশিয়ান। পিপি মডেলের দায়িত্বপ্রাপ্ত  বিজয় দাস ও টেকনিশিয়ান সুব্রত জানিয়েছেন যে স্বাস্থ্যপরিসেবা নিয়ে যাতে কোনো রকম অভিযোগ না ওঠে সেই দিকেই আমরা গুরুত্ব দিই এবং ভালো পরিষেবা পেতে পারেন রোগীরা তার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আমাদের। বিজয় দাস জানিয়েছেন যে সরকারি ভর্তুকি মূল্যে আমরা সমস্ত রকম রক্তের গ্রুপের পরীক্ষা ন্যায্যমূল্যে করে থাকি। এরফলে ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীরা উপকৃত হচ্ছেন।
আগামী দিন আরো যাতে ভালো পরিষেবা দেওয়া যায় এবং হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ঘটক সেই দিকেই আমরা নজর রাখছি।
তবে স্থানীয় বাসিন্দাদের সাথে বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীদের দাবি যে স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা যেভাবে উন্নতি ঘটছে আরো কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তার থাকলে এই ব্লক স্বাস্থ্যকেন্দ্রটিতে এলাকার মানুষের কাছে আরও ভালো পরিষেবা পেতে পারতেন সেই দিকেই নজর দেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা।ঠিক সময়ে আউটডোর খোলা হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা পরিষেবা পান।ল‍্যাবরেটরি টেকনিশিয়ান সুব্রত জানিয়েছেন যে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগীর রক্ত পরীক্ষা করা হয়। এই রক্ত পরীক্ষায় বিভিন্ন ধরনের রোগ ধরা পড়েছে বলে জানা গিয়েছে।তবে হাসপাতালে বেড সংখ্যা বাড়লেও এখনও ঠিকমত চিকিৎসকের অভাবের কারণে চালু করা হয়নি  বলে জানা গেছে।স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য  আধিকারিক মৃণাল কান্তি হালদার জানিয়েছেন যে আগের তুলনায় এখন রোগীরা ভালো পরিষেবা পাচ্ছেন।বিশেষজ্ঞ চিকিৎসক হলে এই হাসপাতাল থেকে অন্য কোথাও রোগীদের রেফার করার প্রয়োজন হত না।আরেকটু পরিকাঠামো উন্নয়নের দরকার বলে তিনি মনে করছেন।
হাসপাতালে নার্স এবং চতুর্থ শ্রেণীর কোন নিয়ম রয়েছে বলে জানা গিয়েছে।পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি শূন্যপদে কর্মী নিয়োগ হলে একটি পূণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্রের রূপ পেতো এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের সাথে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের।এলাকার বাসিন্দাদের দাবি স্বাস্থ্যকেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি দরকার পরিকাঠামোর আরও উন্নয়ন‌।পূর্বস্থলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এলাকার কুড়িটি গ্রাম পঞ্চায়েত থেকে কয়েক হাজার মানুষ চিকিৎসা করতে আসেন এই স্বাস্থ্যকেন্দ্রে ।তাই বাসিন্দাদের ভরসা এই স্বাস্থ্যকেন্দ্রটি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER