বৃহস্পতিবার, মে ২৪, ২০১৮

কল্যাণী পুরসভার উদ্যোগে রক্তদান হল

ফারুক আহমেদ

রক্তদান মহত দান, আপনার রক্তদানের ফলে একজন রোগীর প্রাণ বাঁচতে পারে। তাই আপনিও এগিয়ে আসুন রক্তদানের মতো মহত কাজে। কল্যাণী পৌরসভার উদ্যোগে ২৩ মে বুধবার সকাল ১০ টায় কল্যাণীর ঋত্বিক সদনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কল্যাণী পৌরসভার শুভ উদ্যোগে মানুষের বিপুল সাড়া মেলে এবং ১১২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। কল্যাণী পৌরসভার পৌর প্রধান সুশীল কুমার তালুকদার মহতী রক্তদান শিবির সাফল্যমন্ডিত করতে তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। কল্যাণী পৌরসভার ১২ নং ওয়ার্ডের পৌর মাতা নবনিতা বসু জানিয়েছেন, "আমরা প্রতিবছর সমাজ কল্যাণে রক্তদান শিবির সহ বহু কর্মসূচি নিয়ে থাকি। সারাবছর আমরা মানুষের কল্যাণে কাজ করি এবং কল্যাণী পৌরসভার মাধ্যমে পরিসেবা দিয়ে আসছি। আমরা আশা রাখেছিলাম বহু মানুষ রক্তদানে এগিয়ে আসবেন এবং রক্তদানের মতো মহত কাজে সামিল হবেন। বাস্তবিক আমাদের আয়োজন সার্থক করতে ১১২ জন মানুষ রক্তদান করলেন।" কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা সহ নদীয়া জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রক্তদান শিবির সফল করতে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER