রবিবার, মে ২০, ২০১৮

সুভাষনগড় পাড়ায় তৃনমূলের বিজয় মিছিল

সোমনাথ চক্রবর্তী

ময়নাগুড়ি সুভাষনগর পাড়ার তৃনমূল কংগ্রেস প্রার্থী সজল বিশ্বাস এবারের পঞ্চায়েত ভোটে জয়ী হওয়ায় রবিবার বিরাট বিজয় মিছিল বের করে সুভাষ নগর পাড়ার ১৬/৭৯ নং বুথ। ব্যান্ড  পার্টি, ঢোল সহকারে এ দিনের বিরাট বিজয় মিছিলে অংশ নেন সমাজের ৮ থেকে ৮০ সকল স্তরের মানুষ।চারিদিকে শুরু হয় আবির খেলা।
সুভাষ নগর পাড়ার বিজয়ী প্রার্থী সজল বিশ্বাস বলেন এই জয় মা মাটি মানুষের জয়।বিগত দিনগুলিতে এলাকায় যথেষ্ট উন্নতি হয়েছে এবার আরো উন্নতি হবে।এ বারে জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতিতে আমরা সবকটি আসনে জয়লাভ করেছি ফলে জনগনের মধ্যে আরো সহজেই উন্নয়নের ধারা পৌছানো সম্ভব হবে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER