শনিবার, মে ১২, ২০১৮

বসিরহাট থেকে ঘোজাডাঙ্গা অবধি ৯০ কোটি অনুদানে রাস্তা হবে

ওয়াসিম বারি


উত্তর ২৪ পরগণার বসিরহাট ১ ব্লকের ৪৮ ও ৪৯ নং জেলা পরিষদের তৃণমুল কংগ্রেস প্রার্থী সফিজা বেগম  আর সেই সাথে মেহেরুন্নেসা বিবি গ্রাম সভা প্রার্থী এবং শফিকুল গাজী পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমর্থনে শুক্রবার বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী ইটিন্ডা ফাইটার ক্লাব ফুটবল মাঠে এক নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী তথা উত্তর ২৪ পরগণার জেলা তৃণমুল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । এছাড়াও বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস সহ উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমুল নেতৃত্বরা । এদিনের জনসভায় বসিরহাটের বিভিন্ন জায়গা থেকে আগত কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো । পঞ্চায়েত ভোট প্রচারের শেষ লগ্নে এদিনের এই জনসভাকে সফল করার উদ্দেশ্যে আগত এই তিন হাজার সমর্থকদের ভিড় সামলাতে প্রশাসনকে রীতিমতো হিমসিম খেতে হয় । জনসভায় বক্তব্য রাখার সময় বিরোধী দলগুলোকে ভোটের আগের মুহুর্তেও তুলোধনা করে ছাড়লেন । সীমান্তবর্তী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বসিরহাট থেকে ঘোজাডাঙ্গা যাওয়ার জন্য সীমান্ত বাণিজ্যের জন্য নব্বই কোটি ব্যয়ে রাস্তা তৈরী হচ্ছে, এবং ঘোজাডাঙ্গাকে ভারতবর্ষের অন্যতম স্থল বন্দরগুলির মধ্যে একটি গড়ে তোলা হবে । একটি ব্রীজ তৈরী হয়েছে এবং সীমান্ত সংলগ্ন আরও একটি ব্রীজ তৈরী হচ্ছে যার ফলে ভারত-বাংলাদেশের সীমান্ত বাণিজ্য আরও সাবলীল হবে পরিকাঠামোগত এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই । পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে মামলা প্রসঙ্গে বিরোধীদেরকে ব্যঙ্গ করে তিনি বলেন, তৃণমুল লড়ছে ভোটে আর বিরোধীরা পড়ে রইল কোর্টে ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER