মোহন সিং
আসানসোল ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়া পাওয়ারের কনজিউমার মিট। কোম্পানীর গ্রোথ এবং আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য ইন্ডিয়া পাওয়ারের পক্ষ থেকে এই কনসিউমার মিটের আয়োজন করা হয়। এই সেমিনারে কোম্পানীর প্রোফাইল তুলে ধরার পাশপাশি আগামী দিনের কর্মসুচীও গ্রাহকদের সামনে তুলে ধরেন কোম্পানীর আধিকারিকরা