পারিজাত মোল্লা
কলম পত্রিকা এবার 'পুবের কলম' হিসাবে আত্মপ্রকাশ করেছে।পাঠকমহলে ব্যাপক সাড়া মিলছে।এখন আগের থেকে আরও বেশি খবর নিয়ে থাকছে পূবের কলম।জেলার খবরাখবর থেকে দেশবিদেশের সংবাদ পরিবেশনে দুর্দান্ত গতীতে এগিয়ে চলেছে এই দৈনিক পত্রিকাটি।পত্রিকার সম্পাদক রয়েছেন আহমদ হাসান ইমরান সাহেব।