সঞ্জয় হাল্দার
আবার পুরুলিয়া সন্ত্রাসের বলি এক বলরামপুরের বিজেপি কর্মী দুলাল কুমার, পিতা - মহাবীর কুমার গ্রাম- ডাভা, অঞ্চল- গেরুয়া। কাল রাত্রি 9 টার থেকে নিখোঁজ ছিলেন আজ সকালে তাঁর দেহ খুঁজে পাওয়া যায়। একটি হাইটেনশন পিলার তে ঝুলন্ত অবস্থায়।
[8:08PM, 02/06/2018]। পর পর দুই বিজেপি কর্মীর খুনে উত্তাল পুরুলিয়ার বলরামপুর।দেহ আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসী ও বিজেপি কর্মীদের।অশান্তির আশঙ্কায় এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিসবাহিনী।