পারিজাত মোল্লা
শিলিগুড়ি যাবেন বেড়াতে? আর কোন চিন্তা নেই।মঙ্গলকোটের উপর (৭ নং রাজ্য সড়ক) দিয়ে শিলিগুড়ি যাওয়া যাচ্ছে।কুড়ির বেশি যাত্রীবাহী বাস তাও বেশিরভাগ এসি বাস।ধর্মতলা থেকে শিলিগুড়ি ভাড়া ১২০০ টাকা।অনলাইন তে বুকিং করা যায়, তাছাড়া ধর্মতলা ডিপোর কাউন্টার গুলিতেও টিকিট মেলে।গত একমাস পূর্বে বাদশাহি সড়ক হয়ে অজয় নদের লোচনদাস সেতুর উপর দিয়ে ফুটিসাকো হয়ে এই বাস গুলি শিলিগুড়ি যাচ্ছে।ভ্রমনপিপাসুদের কাছে এই বাস চলাচল অত্যন্ত সুখকর খবর।