সুকান্ত ঘোষ
কোটির বেশি টাকা তুলে বেপাত্তা বর্ধমান শহরের বাজেপ্রতাপুর সংলগ্ন (নেতাজী নার্সিংহোম) 'সপ্তপদী' নামে এক প্রমোটিং সংস্থা।দুটি বিল্ডিং কমপ্লেক্স (পাঁচতলা) করবে বলে পঞ্চাশের বেশি ব্যক্তিদের কাছে কয়েক কোটি টাকা তুলেছে এই সংস্থা।প্রায় তিন বছরের কাছাকাছি সময় কেটে গেলেও পিলার ঠিকমত উঠেনি।কেউ কেউ ক্রেতা সুরক্ষা সহ আদালতে মামলা করার কথা ভাবছেন। সেইমত চলছে আইনজীবিদের সাথে পরামর্শ নেওয়ার কাজ।