মোল্লা জসিমউদ্দিন
সিদ্দিকুল্লাহ আসতে পারলেন না।তাই ছবি দেখিয়ে বিধায়ক তহবিলের ঈদের জামাকাপড় বিলি করা হল।এদিন মঙ্গলকোটের নুতনহাট মিলন পাঠাগারে এই বস্ত্রবিলি চলে।সিদ্দিকুল্লাহ চৌধুরী যেহেতু পাঠাগার মন্ত্রি, তাই পাঠাগার ছাড়া অন্য কোথাও জায়গা পেলেন না মঙ্গলকোটে।তাও সশরীরে নয়, ফ্লেক্স ব্যানারে থাকলেন এলাকার বিধায়ক।