প্রয়াত তৃণমূল কংগ্রেসের নেতা শান্তি সাহানার স্মরণ সভা অনুষ্ঠিত হলো লোদনা অঞ্চলে । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত ।বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয় ।খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম মহাশয় ।পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি শম্পা ধারা মহাশয়া।আরও অনেক নেতৃত্ব ।