শনিবার, জুন ৩০, ২০১৮

বিশ্বের সবথেকে লম্বা শাড়ির কাজ চলছে ফুলিয়ায়


শ্যামল রায়

নদীয়া জেলার তাঁত শিল্পে খ্যাত নবদ্বীপ , ফুলিয়া ও শান্তিপুর। ফুলিয়ার জাতীয় পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক বিশ্বের সবচেয়ে দীর্ঘ শাড়ি বুনে গিনেস  বুকে নাম তুলতে চান। ইতিমধ্যে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ফুলিয়া জুড়ে।জানা গিয়েছে যে ৩৭২৬ মিটারের শাড়ি বুনে ইতিমধ্যেই নামডাক ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যজুড়ে।তাঁত শিল্পী বীরেন কুমার বসাক এর দাবি এটাই সবচেয়ে পৃথিবীর দীর্ঘতম শাড়ি। গিনেস বুকে নাম তোলার জন্য এ বিষয়ে যাবতীয় তথ্য পাঠানো হয়েছে জানালেন তিনি। বাংলার মাটি থেকেই গিনেজ বুকে রেকর্ড উঠবে বলে শিল্পী বীরেন কুমার বসাক যথেষ্ট আশাবাদী।আরো জানা গিয়েছে যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ শাড়ি তৈরি রেকর্ড রয়েছে ভারতের  এক তাত  শিল্পীর।গুজরাটের সন্দীপ সাইকেল নামে এক আইএএস অফিসার ৩০৫৫ মিটার শাড়ি বানিয়ে গিনিজ বুকে নাম তুলেছেন।এই অফিসার ভুখস  জেলার জেলাশাসক।আর সেই রেকর্ডকে চ্যালেঞ্জ জানিয়ে গত এক বছর ধরে শাড়ি বানিয়েছেন শান্তিপুরের ফুলিয়ার বাসিন্দা জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পে বীরেন কুমার বসাক।তার শাড়ির দৈর্ঘ্য ৩৭২৬ মিটার।  প্রস্থ অন্যান্য শাড়ির মতোই  ৪৭ ইঞ্চি।গত ৯ জুন এই বিশাল আকার শাড়িটির দৈর্ঘ্য মাপা হয়েছে। পেশায় আমিন মানুষ বিশ্বাস ৬ ঘন্টা ধরে সে কাজটি করেছেন। এক বছর ধরে পাওয়ার লুমে বীরেন বাবুর তত্ত্বাবধানে শাড়িটি বোনা হয়েছে।পাওয়ার লুমে প্রতিদিন কাজ করছেন পাঁচজন করে তার শ্রমিক। ক্রিম কমলা ও সবুজ রঙের একটা সিল্কের বিশেষ সুতো দিয়ে বোনা হয়েছে শাড়িটি।শিল্পী কুমার বসাক জানিয়েছেন যে শাড়ি টিতে রামায়ণের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে ।এই বীরেন কুমার বসাক তিনি শুধু জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী নন ইতিমধ্যে তিনি সন্তু কবির পুরস্কার পেয়ে গিয়েছেন।জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন জামদানি শাড়ির জন্য। বীরেন কুমার বসাক জানিয়েছেন যে ছোটবেলা থেকেই তাদের কাজের সাথে যুক্ত তিনি রয়েছেন। শাড়ির নানান কাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন বহুদিন ধরে তাই এবার পৃথিবীর দীর্ঘতম  শাড়ি বুনে গিনিস বুকে নাম তুলতে যথেষ্ট উদ্যোগ তিনি গ্রহণ করে ফেলেছেন।এক বছর আগে এই শাড়িটি বোনার কাজ শুরু করেছিলেন প্রতিদিন শাড়িটি বোনার কাজ হতো একটি টিম ওয়ার্ক এ এই কাজটি সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে তিনি গিনিজ বুকে নাম তোলার জন্য যাবতীয় তথ্য পাঠিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে দীর্ঘতম শাড়ি তৈরি করার ফলে গিনিস বুকে নাম তুলতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER