ওয়াসিম বারি ,
উঃ ও দঃ ২৪ পরগনার জেলার আর্সেনিক অধ্যষিত হাড়োয়া রাজারহাট ও ভাঙ্গড়-২ ব্লকে হুগলী নদী ভিত্তিক পরিশ্রুত নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্পের ভিডিত্ত কলফারেন্স এর মাধ্যেমে শুভ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকল্পের অনুমদিত ব্যায় ১,০৭৩.৯২ কোটি টাকা ৷