মঙ্গলবার, ডিসেম্বর ১৮, ২০১৮

আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে গুজরাট দাঙ্গার বিচার চাইলেন কামরুজ্জামান

সাজাহান  বাদশা ,

আজ 18 ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস। এউপলক্ষে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন, বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা, শিখ মিশন যৌথ উদ্যোগে এক সংখ্যালঘু বুদ্ধিজীবী কনভেনশন অনুষ্ঠিত হয়।  কলকাতার বৌদ্ধ সভাঘরে অনুষ্ঠিত এই কনভেনশনে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোঃ কামরুজ্জামান, বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার সভাপতি হেরদ মল্লিক, বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেমেন্দুবিকাশ চৌধুরী, শিখ মিশনের উত্তর ভারতের সম্পাদক জগ মোহন সিং গিল, দলিত নেতা শরদিন্দু বিশ্বাস, মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সমাজসেবী কামরুল চৌধুরি, খলিল মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোঃ কামরুজ্জামান সংখ্যালঘু ও সংখ্যাগুরুর ভেদাভেদকে মুছে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে 34 বছর পরে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের গনহত্যার বিচার হওয়ায় সুপ্রিমকোর্টকে ধন্যবাদ জানান। তিনি বলেন আমরা আশা করছি এভাবে গুজরাতে মুসলিম গণহত্যার বিচার হবে এবং অপরাধীরা শাস্তি পাবে। হেরোদ মল্লিক বলেন বর্তমান ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তার সংকট দেখা দিয়েছে। গেরুয়া বাহিনী প্রকাশ্যে সংখ্যালঘুদের হত্যার হুমকি দিচ্ছে। দেশের প্রশাসন এই তাণ্ডবকারীদের কাছে আত্মসমর্পণ করছে এটা অত্যান্ত দুর্ভাগ্যের। হেমেন্দুবিকাশ চৌধুরী বলেন সংখ্যালঘুদের অধিকার কাগজের মধ্যে সীমাবদ্ধ। বাস্তবে সংখ্যালঘুদের প্রতিষ্ঠান চালানোর স্বাধীন অধিকারটুকুও বিভিন্নভাবে খর্ব করা হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন গয়ার বৌদ্ধ মন্দির পরিচালনার দায়িত্ব হিন্দু জেলাশাসক ছাড়া অন্যকে দেওয়া হয় না।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER