সুদিন মন্ডল,গলসি :-আগামী ১৯শে জানুয়ারি ব্রিগেড এর ঐতিহাসিক জনসভা কে সামনে রেখে শুক্রবার গলসি হাইস্কুল মাঠে বিরাট জনসভা করলেন তূনমূল যুব কংগ্রেস এর সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জি। সভামঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, সাংসদ সুনিল মন্ডল,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা,সহ সভাধিপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল সভাপতি বিধায়ক সুভাষ মন্ডল সহ জেলার সমস্ত বিধায়ক, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিনের সভামঞ্চ থেকে ২০১৯ এ বিজেপি কে ফিনিস করার শপথ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারের তীব্র সমালোচনা করেন।তিনি দাবী করেন যে সমস্ত প্রতিশ্রতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি,তার কোনোটাই পূরণে ব্যর্থ, তারা,অন্যদিকে মমতা ব্যানার্জি তাঁর প্রতিশ্রতির অধিকাংশই পূরণ করতে সক্ষম হয়েছেন! তিনি জানান ৩৪ বছরের সিপিএম নামক জগদ্দল পাথরটাকে যেখানে সরাতে পেরেছে তৃণমূল সেখানে পাঁচ বছরের দুধের শিশু বিজেপিকে হঠাতে তাদের কোনো সমস্যা হবে না ।নারদা প্রসঙ্গে অভিষেক ব্যানার্জী চ্যালেঞ্জ জানিয়ে বলেন বাপের বেটা হলে আদালতে প্রমান করে দেখাক। এদিনের জনসভায় কর্মীদের ব্রিগেডের সভা সফল করার আহ্বান জানান। প্রায় বিশ হাজার মানুষ এদিনের জনসভায় যোগদান করেন।