মোহন সিং
নকল মদ তৈরির কারখানার হদিশ পেল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে একটি মারুতি গাড়ি কে টহরম মোড়ে আটকার চেষ্টা করে পুলিশ। পুলিশ কে দেখে গাড়িটি পালানোর চেষ্টা করে দুস্কতীরা। ধাওয়া করে নিয়ামতপুর নিউরোড মোড় গাড়ি ধরে ফেলে। গাড়ি থেকে বেশকিছু মদের বোতল উদ্ধার করে পুলিশ। জেরায় ধৃতরা স্বীকার করে কুলটি এবং ঝাড়খণ্ডের বিভিন্ন দোকানে এই মদ সরবরাহ করে। বাজেয়াপ্ত মদগুলি তাঁরাই তৈরি করে জেরায় স্বীকার করেছে। পুলিশ ধৃতদের নিয়ে চিনাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়িতে নকল মদ তৈরির কারখানা হদিশ পায়। সেই বাড়ি থেকে প্রচুর পরিমাণে নকল দেশি ও বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। পাশাপাশি প্রচুর পরিমাণে ঝাড়খণ্ড সরকারের ভুয়ো লেবেল উদ্ধার হয়েছে। ধৃতদের নাম বিজয় কুমার যাদব ও বিরেন্দ্র নোনিয়া ওরফে কারু। ধৃতরা চিনাকুড়ির বাসিন্দা। আটক গাড়িতে স্কুল ভ্যানের স্টীকার রয়েছে। এই ঘটনায় আরও কেও জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।